প্রচন্ড দাবদাহে পুড়ছে দেশ। জনজীবন হয়ে উঠেছে অসহনীয়। এমন পরিস্থিতিতে বৃষ্টি চেয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নামাজ আদায় ও দোয়া করা হয়েছে। এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসা মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়।
বৈশাখের শুরু থেকেই তীব্র গরমে নিম্নআয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। তীব্র গরম উপেক্ষা করে নামাজে অংশ নেন তিন শতাধিক মুসল্লি। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। নামাজে ইমামতি করেন কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ। নামাজ শেষে দুই হাত তুলে প্রচন্ড গরম, তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন উপস্থিত সবাই।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর নূরুল ইসলাম মন্ডল, বর্তমান আমীর আনোয়ারুল হক, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মঞ্জুরুল ইসলাম রাজুসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।