টাঙ্গাইলের দেলদুয়ারে পরিকল্পিত ভাবে হত্যা করে স্ত্রীর লাশ ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছিল স্বামী। ঘটনার ৫ সপ্তাহ পর ডাক্তারি চূরান্ত মতামতে রহস্য উৎঘাটন হলো। একটি আত্মহত্যার ঘটনা রূপ নিল হত্যাকান্ডে। জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার চর-পাকিুল্যা গ্রামের মৃত কামরুল ইসলাম মোল্লার মেয়ে সুস্মিতার পাঁচ বছর আগে বিয়ে হয় দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুরিয়া গ্রামের আজিজুল হক আজুর ছেলে ইউসুফ সরকারের সঙ্গে। সুস্মিতার পারিবার সূত্রে জানা গেছে বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। ১৪ মার্চ সুস্মিাতার লাশ রান্না ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। ১৫ মার্চ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। চূরান্ত ডাক্তারি মতামতের পর ২২ এপ্রিল রাতে সুস্মিতার স্বামী ইউসুফ সরকারকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী সুস্মিতার মা জোসনা বেগম জানান, তার মেয়েকে স্বামী ও তার পরিবারের লোকজন শ^াসরোধ করে হত্যা করে রান্না ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে আমাদের খবর পাঠিয়েছিল।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ সরকার বলেন, আমি থানায় যোগদানের পূর্বে ১৫ মার্চ থানায় দায়ের করা একটি অপমৃত্যু মামলার চূরান্ত ডাক্তারি রিপোর্ট ২১ এপ্রিল থানায় আসে। রিপোর্টে ঘটনাটি হত্যা কান্ড বলে উল্লেখ থাকায় অপমৃত্যুর মামলাটি ২২ এপ্রিল হত্যা মামলা হিসেবে রুজু হয়। মামলার প্রধান আসামি ইউসুফ সরকারকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।