হানিফ আহমেদ সবুজ। একজন সফল ব্যবসায়ি ও সমাজসেবক। এবারের উপজেলা নির্বাচনে হানিফ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী। লক্ষ বাস্তবায়নে গত ছয় মাসেরও অধিক সময় ধরে উপজেলার ৯টি ইউনিয়নের পাড়া মহল্লায় গ্রামে গ্রামে জনসংযোগ করে জনপ্রিয় হয়ে ওঠেছেন। আর জনপ্রিয়তাই কাল হয়েছে হানিফের জন্য। জনপ্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে তার বিরূদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কে বা কাহারা। হানিফের ছবি দিতে ফেসবুক আইডি তৈরী করে মানুষের কাছে মানহানিকর তথ্য প্রচার করছে। সমস্যার উল্লেখ করে টাকা চাচ্ছে। এসব বিষয় উল্লেখ ও প্রতিকার চেয়ে হানিফ সরাইল থানায় একটি লিখিত (এসডিআর নম্বর-১৭, তারিখ-২১.০৪.২০২৪ খ্রি.) অভিযোগ করেছেন। নির্বাচন পরিচালনা ও ভবিষ্যৎ পথচলায় হানিফ এখন শঙ্কায় পড়েছেন। হানিফ বলেন, আমার নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতেই প্রতিপক্ষের কেউ এমন ষড়যন্ত্রে মেতে ওঠেছে। জনপ্রিয়তা ঠেকানোর মালিক তো আল্লাহ।
জিডি ও ভুক্তভোগি সূত্র জানায়, হাজী কালা মিয়ার ছেলে নির্লোভ নিরহঙ্কারী হানিফ উপজেলার পানিশ্বর গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সদস্য। বর্তমানে তিনি সরাইল সদরের ছোটদেওয়ান পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকা- সহ দরিদ্র অসহায় মানুষদের সহায়তা করছেন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। গত কয়েক মাস ধরে ৯টি ইউনিয়নের পাড়ায় মহল্লায় ঘুরে জনসংযোগের মাধ্যমে প্রার্থীতার প্রচার, ভোট প্রার্থনা ও সেবার প্রতিশ্রƒতি দিচ্ছেন। অনেক অসহায় দরিদ্র মানুষদের সহায়তা করছেন। নানা ধরণের সামাজিক কাজে নিয়মিত অংশগ্রহণ করছেন। আর এভাবেই উপজেলার সাধারণ মানুষদের কাছে একজন ভাল ও প্রিয় মানুষ হয়ে ওঠছেন হানিফ। হানিফের জনপ্রিয়তা মেনে নিতে পারছেন না প্রতিপক্ষ অনেকেই। তাই তারা পরিকল্পনা করে তাঁর বিরূদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এরই অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা হানিফের ছবি ব্যবহার করে “হানিফ আহমেদ সবুজ” নামে একটি ফেসবুক আইডি খুলে তাঁর বাসার আশপাশের লোকজনসহ বিভিন্ন জায়গায় টাকা পয়সা দাবী করে মান সম্মান ক্ষুন্ন করে আসছে। হঠাৎ এমন ঘটনায় বিব্রতবোধ করছেন হানিফ। হানিফ বলেন, আমার সন্দেহ হচ্ছে নির্বাচনে প্রতিপক্ষ অজ্ঞাতনামা লোক বা লোকেরা আমার প্রচারণার ক্ষতিসাধন করে মাঠের জনপ্রিয়তাকে ভন্ডুল করার হীন মানসিকতায় ফেইক আইডি খুলে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এতে আমার নির্বাচনী কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। এই চক্রটি ভবিষ্যতে আমার বিরূদ্ধে আমার বড় ধরণের কুৎসা রটনা বা পোষ্ট করে ক্ষতি করতে পারে। তাই আমি থানায় লিখিত অভিযোগও করেছি। আমি ওই চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় এনে আমাকে স্বাধীনভাবে নির্বাচনটি করার সুযোগ দেয়ার জন্য প্রশাসনসহ সর্বস্থরের মানুষের কাছে আবেদন করছি। সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা তদন্ত করে চেষ্টা করছি। তবে এমন সব বিষয় দ্রƒত বের করতে পারেন সাইবাক্রাইম শাখার সদস্যরা। তারপরও আমরা বিষয়টি গুরূত্ব সহকারে দেখছি।