সম্প্রতি ফরিদপুরের মধুখালিতে ঘটে যাওয়া আলোচিত ঘটনাকে কেন্দ্র করে নগরকান্দা থানা পুলিশের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা পৌরসভা চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল। উপস্থিত ছিলেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ সহ পৌর কাউন্সিলর, মসজিদের ইমাম, পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।