বগুড়ার গাবতলী ঐতিহাসিক পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠ দখল করে অবৈধ স্থাপনা নির্মানে ও ঘর তুলে গোপনে মোটা অংকের টাকার বিনিময়ে দোকান পজিশন দেয়ার প্রতিবাদে, মঙ্গলবার (২৩ এপ্রিল) বিদ্যালয় রক্ষা কমিটির আয়োজনে স্থানীয় তিনমাথা মোড়ে মানববন্ধন করা হয়েছে। অনতি বিলম্বে অবৈধ স্থাপনা বন্ধের দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে। স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীরদের টিফিনের সুবিধার্থে ক্যান্টেটিন পরিচালনার জন্য ঘর নির্মান করা হচ্ছে।
জানাগেছে, থানা সদরে অবস্থিত ১৯৪২ সালে স্থাপিত হয়, গাবতলীর ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়। সুনামের সাথে এই প্রতিষ্ঠান থেকে প্রতিবছর ভালো ফলাফল নিয়ে শিক্ষার্থীরা পাশ করে আসছে। গত কয়েক দিন যাবত পাইলট স্কুলের ম্যানেজিং কমিটি স্কুলের পশ্চিমপাশে সিড়ির কাছে মাঠের জায়গা নষ্টকরে ঘর নির্মান করছে। আগে থেকে কোন সাইনবোর্ড লাগানো হয়নি সেখানে, কি কারণে ঘর নির্মান করা হচ্ছে। পাকা রাস্তা সম্মুখে একটি দোকান ঘর নির্মান করা হচ্ছে। স্কুলের কতিপয় সদস্য গোপনে এই ঘরটি পজিশন দেয়ার জন্য জনৈক ব্যাক্তির সাথে ২২ লাখ টাকা দরকষি করাকালে বিষয়টি প্রকাশ পেয়ে যায়। এনিয়ে স্কুল রক্ষা কমিটি ও সাধারন মানুষের মধ্য গুঞ্জন সৃষ্টি হয়। টাকার বিষয়টি ধামাচাপা দিতে হঠাৎ করে সোমবার (২২ এপ্রিল) দিবাগত গভীর রাতের যেকোন সময় ঐ ঘরে স্কুল কর্তৃপক্ষ ক্যান্টিনের সাইনবোর্ড লাগিয়ে দেয়। পাইলট স্কুলের মাঠ দখল করে অবৈধ স্থাপনা নির্মানের প্রতিবাদে পাইলট উচ্চবিদ্যালয় রক্ষা কমিটির আয়োজনে মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় থানা সদরের স্থানীয় তিনমাথা মোড়ে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে পাইলট উচ্চবিদ্যালয়ের অবৈধ স্থাপনা অনতি বিলম্বে বন্ধ করার আহবান জানানো হয়। পাইলট স্কুলের পরিচালনা কমিটির দাতা সদস্য মোঃ সাহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ কোয়েল হাসান, মোঃ মামুনুর রশিদ জানান, স্কুলের শিক্ষার্থীদের জন্য টিফিনের সুধিার্থে ক্যান্টিন নির্মানের সিদ্ধান্ত হয়। কোন দোকান ঘর নির্মান করার কথা নয়। ক্যান্টিনের পাশাপাশি দোকান ঘর নির্মান করা হলেও আমাদেরকে কিছু জানানো হয়নি। ওই দোকান ঘর গোপনে মোটা অংকের টাকার বিনিময়ে পজেশন দেয়ার কথা আমরা শুনতে পেয়েছি। আমরা সদস্যগন পাইলট উচ্চবিদ্যালয়ের গোপনে দোকান ঘর নির্মানের পক্ষে নই, এধরনের কর্মকা- আমরা সমর্থন করিনা। যোগাযোগ করা হলে পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকের সাথে তিনি জানান, শিক্ষার্থীদের টিফিনের সুবিধার কথা চিন্তা করে আমরা স্কুলের দক্ষিন পশ্চিম পাশে একটি ক্যান্টিনের সিন্ধান্ত গ্রহন করা হয়। ৫ সদস্য নির্মান কমিটি গঠন ও প্রায় আড়াই লাখ টাকা নির্মান ব্যায় ধরা হয়েছে। দোকান ঘর নির্মান ও পজিশন ও টাকার দরবারের বিষয়টি আমি লোক মুখে শুনেছি। স্কুলের পক্ষ থেকে দোকান ঘর নির্মান করা হচ্ছেনা, সেখানে পজিশন দেয়ার কোন সুযোগ নেই। রাজ মিস্ত্রিদের ডেকে প্রধান শিক্ষক নিষেধ করে দেন, স্কুলের প্রাচীর ভেঙ্গে দোকানের মুখ বের না করতে। স্কুলের সভাপতি মোমিনুল হক শিলু বলেন, যাকে ক্যান্টিন ভাড়া দেয়া হবে তার সুবিধার জন্য, স্কুল বন্ধের সময় যাতে তিনি রাস্তার পাশে খোলা রেখে ব্যবসা করতে পারেন সেজন্য, দক্ষিনপাশে মুখ রাখার ব্যবস্থা করা হয়েছে। দোকান পজেশন ও টাকার কোন বিষয় তার জানা নেই বলেও জানান। এদিকে স্কুলের দোকান ঘর পজেশন নিয়ে এলাকায় ব্যপক গুঞ্জন সৃষ্টি হলে, হঠাই করেই নির্মান কাজ চলার প্রায় এক মাস পর, সোমবার (২২ এপ্রিল) দিবাগত গভীর রাতের যেকোন সময় ঐ ঘরে স্কুল কর্তৃপক্ষ ক্যান্টিন সাইনবোর্ড লাগিয়ে দেয়। নির্মান কাজে কর্মরত রাজ মিস্ত্রিরা জানান, ক্যান্টিন ছাড়াও প্রাচীর ভেঙ্গে একটি দোকান ঘর করা হবে বলে আমাদেরকে সেভাবে কাজ করতে বলা হয়েছে, আমরা সেভাবেই কাজ করছি। স্কুল রক্ষা কমিটি জানান, গাবতলী পাইলট স্কুলের মাঠ দখল করে অবৈধ স্থাপনা বন্ধ না হলে, আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী করেন।