রাজশাহীর বাঘায় হিট স্ট্রোকে আবদুর রাজ্জাক (৫৫) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার দিয়ে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা গ্রামের বড়াল নদের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আবদুর রাজ্জাক বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারের একজন বিশিষ্ট মুদি ব্যবসায়ী ও দিঘা বলারবাড়ি গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেন তার ভাইরা (স্ত্রীর ভগ্নিপতি) মো. সহিদুল ইসলাম বলেন, আবদুর রাজ্জাক বাড়ি থেকে সোমবার সাড়ে ১০ দিকে ভ্যানযোগে ছোটভাই রাবিব আহম্মেদ, মেয়ে বুলবুলি খাতুন ও নাতনি নুসাইরাকে নিয়ে আড়ানী বাজারে যান। সেখানে আমি মিলিত হয়ে ফলমূল ও মিষ্টি নিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার গয়লারঘোব গ্রামের জামাই নাহিদ আলীর অসুস্থ বাবা আফজাল হোসেনকে বাড়িতে দেখতে যাওয়ার পথে পাঁকা বড়াল নদের ঘাটে হেঁটে পার হতে গিয়ে টলে মাটিতে লুঠিয়ে পড়েন তিনি।
পরে সেখানে মাথায় পানি ও প্রাথমিক চিকিৎসা দিয়ে মাইক্রোযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের ভাই রাব্বি আহম্মেদ বলেন, ভাই দীর্ঘদিন থেকে ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। দেশের চলমান তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্টোক করে ভাইয়ের মৃত্যু হয়েছে। ভাই পারিবারিক ও ব্যবসায়িক কারণে খুব মানষিক চাপে ছিলেন। বাদ মাগরিব তাকে দাফন করা হবে।
বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ বলেন, তীব্র তাপপ্রবাহে কারণে বয়স্করা স্টোকসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ কারণে লোকজনকে দুপুরে ঘর থেকে না বেরুনো, ফলমূল, খোলামেলা ও ফ্রিজে রাখা খাবার বর্জন, পর্যাপ্ত পরিমাণ পানি পানসহ পাতলা পায়খানা হলে ওরস্যালাইন খাওয়াসহ করার পরামর্শ দেওয়া হয়েছে।