বাংলাদেশ কেমিস্টস এ- ড্রাগিস্টস সমিতি সৈয়দপুর উপশাখা কার্যকরি কমিটির নব নির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধণা দেয়া হয়েছে। এ উপলক্ষে ২২ এপ্রিল রাতে শহরের অদুরে সুলতান নগরের ড্রীম প্লাস রিসোর্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটির আয়োজন করে ওষুধ কোম্পানি ম্যানেজার ফোরাম। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ জোবেদ আলী। সভায় বক্তব্য বলেন, ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল বারী, দপ্তর সম্পাদক মোঃ মেজবাউল কবির, প্রচার সম্পাদক মোঃ মশিউর রহমান, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সৈয়দপুর ফাড়িয়ার প্রধান উপদেষ্টা মোঃ শরিফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান। সভায় বিসিডিএস এর সৈয়দপুর উপশাখা কার্যকরি কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি মোঃ এজাজ আহমেদ, সহসভাপতি মোঃ জাহানুর ইসলাম, সহসভাপতি মোঃ নওমুল হক, সদস্য মোঃ আতাহার হোসেন বাদশা, মোঃ শাহিবুল ইসলাম লেবু, মোঃ ইয়াছিন আলি, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হেদাকত আলি, মোঃ আসলাম, মোছাঃ আরজুমান আরা, মোছাঃ সেলিনা আরজুমান আরা, মোঃ ওয়াকিল আহমেদ, মোঃ কামরুজ্জামান চৌধুরী শামীম, মোঃ তানভির বদর, মোঃ হুমায়ুন ও মোঃ মাহাবুব আলম মুন্নাকে ফুল দিয়ে বরণ করা হয়। ওই সংবর্ধণা সভায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এতে বক্তারা বলেন ওষুধ কোম্পানি, ওষুধ ব্যবসায়ি এবং কেমিস্ট আমরা একে অপরের পরিপুরক। সকলের সমন্বয়ে আমরা পথ চলি। আগামীতে আমাদের মধ্যে যেন আরও ভাল সম্পর্ক গড়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে।