গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে এক প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন আকন্দ। তিনি উপজেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাপাসিয়া উপজেলা জুড়ে আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তারা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এই উপজেলা থেকে বিএনপির বা অন্যান্য কোন দলের প্রার্থী না থাকায় এককভাবেই আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ পর্যায়ের নেতাকর্মী সকলেই নির্বাচনী এলাকায় নিজেদের প্রার্থীতা জানান দিতে ব্যস্ত সময় পার করছেন। বর্তমান আওয়ামী লীগের সুবিধাভোগী নেতাদের পাশাপাশি রয়েছেন সুবিধা বঞ্চিত নেতারাও। তারা গণসংযোগ ও প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছে।
কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী একে অপরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ আমানত হোসেন খান। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
বিপরীতে রয়েছেন মাহবুব উদ্দীন আহম্মেদ সেলিম। তিনি কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী নির্বাচনে একে অপরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সকলেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের ত্যাগী নেতা হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে দলমত-নির্বিশেষে ভাইস চেয়ারম্যান পদে মোঃ হাফিজুল হক চৌধুরী আইয়ুব প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি. ছিলেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছে। আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু। আরেক প্রার্থী উপজেলা আওয়ামী স্বেচ্ছসেবক লীগের সভাপতি সৈয়দ মজিবুর রহমান। অপর প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার উদ্দিন আহমেদ।
উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রওশান আরা সরকার। তার বিপরীতে রয়েছেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নাছরিন শিখা। এবারও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে মোট আটজন প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসের তথ্য থেকে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার ছিলো প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ভাইস চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন একেএম আলমগীর হোসেন আকন্দ। চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজনের প্রার্থিতা যাচাই-বাছাই শেষে তাদের বৈধ পাওয়া যায়। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে।
৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় রয়েছে মোট ১১ টি ইউনিয়ন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১৯ টি। ভোটগ্রহণ কক্ষের সংখ্যা ৭৫১ টি। বিপরীতে ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২০১ জন রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৬২ জন। মহিলা ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮৩৯ জন।