বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাঁন সোহেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর জেলা বিএনপি। বিকেলে গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্য্যালয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসার আলীর সভাপতিত্বে, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম রাঙ্গা, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জেলা বিএনপির সদস্য পরিতোষ চক্রবর্তী জেলা সেচছাসেবকদলের আহ্বায়ক আল ইমরান সুজন ছাত্রদলের সদস্য সচিব আফতাব হোসেন সুজন সেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাঁন সোহেল সহ সকল বন্দিকৃত নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।