পিরোজপুরের নাজিরপুরে কিশোরী (১৩) ধর্ষন ও সহযোগীতার অভিযোগে ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) রাতে ভুক্তভোগী ওই কিশোরীর মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আর ধর্ষনে সহযোগীতার অভিযোগে ধর্ষক মুমিন গাজীর (২২) সহযোগী কাওছার হোসেন হাওলাদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত কাওছার উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত জব্বার হোসেন হাওলাদারের ছেলে। আর ধর্ষক মুমিন একই এলাকার ইউনুস গাজীর ছেলে। ভুক্তভোগী ও অভিযুক্তদের বাড়ি একই এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার (২০এপ্রিল) সন্ধ্যায় ধর্ষকের বাড়ির পিছনের বাগানে। দায়ের হওয়া মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর সাথে পাশর্^বর্তী কলাতলা গ্রামের আনিছ হোসেনের ছেলে সাকিব হোসেনের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। ওই দিন সকালে প্রেমিক সাকিব তাকে ফোন করে ওই এলাকায় যেতে বলে। কিন্তু প্রেমিক না গেলে ধর্ষক সহ অভিযুক্তরা তাকে প্রেমিক সাকিবের কথা বলে ডেকে নিয়ে যায়। সন্ধ্যার দিকে অন্যান্যের পাহারায় মুমিন গাজী তাদের বাড়ির পাশের বাগানে নিয়ে ওই তরুনীকে জোর করে ধর্ষন করে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।