গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বত্রই বৈশাখের প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে কেজি স্কুল গুলোতে চলছে নিয়মিত পাঠদান। এতে করে প্রচন্ড তাপদাহের কারণে কোমলমতি শিক্ষার্থীরা হাফিয়ে উঠলেও কেজি স্কুল সংশ্লিষ্টদের যেন মাথা ব্যাথা নেই। তথ্য সূত্রমতে প্রচন্ড তাপদহের কারণে সরকারের নির্দেশনায় শিক্ষা অধিদপ্তর প্রাথমিক স্কুল, মাদ্রাসা, মাধ্যমিক স্কুল ও কলেজ এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেন। ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু কেজি স্কুল সমুহ সরকারি নির্দেশনা অমান্য করে প্রচন্ড তাপদহ মধ্যেও তাদের প্রতিষ্ঠানগুলো খোলা রেখেছে কর্তৃপক্ষ। এনিয়ে অভিভাবকসহ সর্বমহলে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। কেজি স্কুল গুলোতে কোমলমতি শিক্ষার্থীরা পাঠগ্রহণ করায় তাপদহে তারা হাফিয়ে উঠছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ১১৭টি কেজি স্কুল রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে ৩ হাজার। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে খোলামেলা অবকাঠামো এবং গাছপালা নেই। পৌরসভার অভিভাবক মো. জুয়েল রানার ভাষ্য, তার শিশু কন্যা পৌরসভার একটি কেজি স্কুলের শিশু শ্রেনির শিক্ষার্থী। গত রোববার সকালে তার মেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলে। বাবা তার মেয়ে বললেন সরকার তো স্কুল বন্ধ দিয়েছে, মেয়ে বললেন তার স্কুল বন্ধ দেয়নি। ওই অভিভাবকের দাবি কেজি স্কুল সমুহ কোন অধিদপ্তর পরিচালানা করেন। যদি তাদের কোন দপ্তর না থাকে তাহলে কি কেজি স্কুল সমুহ মনগড়া চলছে। এনিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। নাম প্রকাশে অনিচ্ছুর্ক পৌরসভার একটি কেজি স্কুলের অধ্যক্ষ বলেন, কেজি স্কুলগুলো প্রাথমিক স্কুল সমুহের নিয়ম কানুন মেনে চলে, তবে নির্দেশনা পরিচালক ও এ্যাসোসিয়েশনের। একজন পরিচালক বন্ধ রাখলে আরেকজন খোলা রাখেন। একাধিক অ্যাসোসিয়েশন থাকার কারণে সিদ্ধান্ত নেয়া সম্ভাব হচ্ছে না। তবে প্রশাসন নির্দেশনা দিলে অবশ্যই মানতে বাধ্য থাকবে সকলে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম জানান, কেজি স্কুল সমুহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বই সরবরাহ করে। কিন্তু নিয়ম কানুন তাদের নিজস্ব। সে কারণে তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মানে না। উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, কেজি স্কুল সমুহ বন্ধের ব্যাপারে উপজেলা প্রশাসনের নিকট কোন নির্দেশনা আসে নাই। সরকারি নির্দেশনা আসলে ব্যবস্থা নেওয়া হবে।