বরিশালের আগৈলঝাড়া উপজেলার অস্কর (সাতশিমুলিয়া) গ্রামে বেসরকারী সংস্থা ‘বাংলাদেশ মিশন সার্ভিস’ এর ডেভল্পমেন্ট অরগানাইজার কর্মকতার কাছে ১৯ এপ্রিল শুক্রবার দিনদুপুরে চাঁদাদাবি, অফিস কক্ষ ভাংচুর, টেবিলের তালা ভেঙ্গে নগদ টাকা ও মুল্যবান কাগজপত্র লুট। ওই ঘটনায় রোববার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলারপরে সোমবার সকালে মামলার দুই আসামি কে পুলিশ গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরন করেছে। আদালতের নিদের্শে তাদেরকে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।
স্থানীয় ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ী গ্রামের গ্রামের নিজামুল ইসলাম ছেলে মাজহারুল ইসলাম নিপু। তিনি একই উপজেলার আস্কর (সাতশিমুলিয়া) বেসরকারী সংস্থা ‘বাংলাদেশ মিশন সার্ভিস’ এর ডেভল্পমেন্ট অরগানাইজার হিসেবে (মাজহারুল ইসলাম নিপু) কর্মরত রয়েছে।
একই এলাকার জ্যাকব বিশ্বাসের ছেলে মিলটন বাবু বিশ্বাস ও দীলিপ অধিকারির ছেলে পার্থজন অধিকারী তারা মাজহারুল ইসলাম নিপুর কাছে বিভিন্ন সময় দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলো। তাদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার দুপুরে মিলটন বাবু বিশ্বাস ও পার্থজন অধিকারী বাংলাদেশ মিশন সার্ভিস এর অফিসকক্ষে ঢুকে বাংলাদেশ মিশন সার্ভিসের ডেভল্পমেন্টের অরর্গানাইজার মাজহারুল ইসলাম নিপুর টেবিলের দুটি ড্রয়ার ভেঙ্গে নগদ ছয়লক্ষ টাকা, কাগজপত্র নিয়ে যায়। এ সময় অফিসকক্ষের মালামাল ভাংচুর করে।
আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মুহাম্মাদ জহিরুল ইসলাম জানায়, এ ঘটনায় রোববার (২১ এপ্রিল) রাতে মাজহারুল ইসলাম নিপু বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। মামলা নং-৮। মামলা দায়েরের পর রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজীর মামলার আসামি মিলটন বাবু বিশ্বাস ও পার্থজন অধিকারীকে গ্রেপ্তার করে সোমবার সকালে দুইজনকে বরিশাল আদালতে হাজির করাহলে আদালতের নিদের্শে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলা তদন্ত চলছে।