গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে ১.৯ একর জমির বাড়ন্ত ইরি বোরো ধানের ক্ষেত পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। জানা গেছে, উক্ত গ্রামের মৃত নুরুল ইসলাম সরকারের ছেলে নুরুন্নবী সরকারের সাথে দীর্ঘদিন থেকে প্রতিবেশি মৃত আমিন উদ্দিনের ছেলে সাবেদ আলী গং এর ১.৯ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত রোববার দিনে নুরুন্নবীর দখলে থাকা উক্ত জমিতে লাগানো ক্ষেতের বাড়ন্ত ইরি বোরো ধান কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা। এ নিয়ে নুরুন্নবী সরকার বাদী হয়ে গত ১৪ এপ্রিল সাবেদ আলীসহ ১১ জনকে আসামী করে বিজ্ঞ আমলী আদালত, গাইবান্ধায় মামলা দায়ের করেন। যার মামল নং সিআর ১৯৯/২৪। মামলা দায়েরের পর থেকে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে সাবেদ আলী জানান, তারা জমির ধান পুড়িয়ে দেয়নি। অন্যায় ভাবে তাদের আসামী করা হয়েছে। তবে উক্ত জমি নিয়ে দুপক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে।