শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাদক এবং মোবাইলের ভয়াবহ ব্যবহারের ব্যাপারে সন্তানদের সতর্ক করার অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ আকবর হুসাইনের ইমামতিতে পবিত্র জুম্মার নামাজ শেষ হয়। এরপর ইমামের অনুমতি নিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া সন্তানদের সুরক্ষার উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, মুসল্লী ভাইদের ঘরে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সন্তানেরা কোথায় কাদের সাথে মিশছে সে ব্যাপারে নজরদারি করবেন। তা না হলে আপনাদের সন্তানেরা মাদক এবং মোবাইলে আসক্ত হয়ে বিপথগামী হবে। ফলে আপনাদের সংসারে আসবে অশান্তি, আসবে বিপর্যয়। তখন আমাদের পুলিশের কোন কিছুই করার থাকবে না। মুসল্লী ভাইদের এ ব্যাপারে আন্তরিক হওয়ার অনুরোধ জানান। সবশেষে তিনি বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের উপর আল্লাহর রহমত কামনা করে বক্তব্য শেষ করেন। মসজিদে উপস্থিত প্রায় ৩ শতাধিক মুসল্লী তার বক্তব্য শোনেন।