সারা দেশের ন্যায় বগুড়ার গাবতলীতেও অনুষ্ঠিত হয়েছে প্রানীসম্পদ প্রদর্শনী। শতাধিক স্টলে গরু, মহিষ, ঘোড়া, ছাগল, হাঁস মুরগী, কবুতরের পাশাপাশি এই প্রদর্শনীতে আসা ৮০ ও ১০০ কেজি ওজনের দুটি দুম্বা দর্শকদের মনোযোগ আকর্ষণ করে ও দর্শকরা দুম্বা দেখতে স্টলে ভীর জমায়।
উপজেলা প্রানীসম্পদ অফিসের আয়োজনে এই প্রদর্শন অনুষ্ঠিত হয় গাবতলী উপজেলা পরিষদ চত্বরে। প্রদর্শনীতে দুম্বা দুটি নিয়ে আসেন নশিপুর ইউনিয়নের কদমতলী গ্রামের মোঃ রাকিবুল হাসান তিনি জানান, আমাদের দেশে আবহাওয়ার সাথ খাপ খাইয়ে দুম্বা পালনের চেষ্টা চলছে। ৫ মাস আগে ৫৫ কিজি ওজনের দুটি দুম্বা ৩ লাখ ২০ হাজার টাকায় ক্রয় করেন তিনি। একটি পুরুষ একটি মহিলা। বর্তমানে মহিলা দুম্বাটি গর্ভবতি কয়েক দিনের মধ্যে বাচ্চা প্রসব করবে। প্রতি ৬ থেকে ৮ মাসের পর একটি করে বাচ্চা দেবে, বর্তমানে এই দুটি দুম্বার দাম প্রায় ৬ লাখ টাকা বলে রাকিবুল হাসান বলেন।
উপজেলা প্রানীসম্পদ অফিসার প্রদর্শনীর আয়োজক ডাঃ বেনজির আহমেদ বলেন, পশুপালন একটি লাভজনক পেষা। যদি কেহ দুম্বার মতো ব্যাতিক্রম পেষা বা পালনে আগ্রহ হয় তাহলে আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। বেকার সমস্যা উত্তরনের জন্য সরকার সবধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রানিসম্পদ অফিসার ড. মোঃ আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসানসহ আমন্ত্রিতগন। শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।