পাবনার চাটমোহরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক গরিব অসহায় রোগীর রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ছাইকোলা ইউনিয়নের খান বাড়িতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে রোগী দেখে রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা সেবা দেন ডাঃ মোঃ ফরহাদ পারভেজ লিখন, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), মোঃ আসিফ উদ্দিন খান, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডাঃ তামান্না হক খান পিউ, এমবিবিএস, সিএমইউ (আল্ট্রা), ডায়াবেটিস মেডিসিন, স্ত্রী, গাইনি ও প্রসূতি চিকিৎসায় অভিজ্ঞ এবং ডাঃ ফারহানা রহমান চিন্থি, এমবিবিএস।
এ সময় চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান আশিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেবা নিতে আসা ৭০ বছর বয়সী শিফালি বেগম জানান, আমি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছি। বাইরে গিয়ে চিকিৎসা করানোর মতো টাকা পয়সা আমার কাছে নাই। শুনলাম খান বাড়ির নাতি-নাতনীরা ইসমতউল্লাহ খানের বাড়িতে রোগী দেখবেন। তাই আইছি। আমাকে দেখে বিনামূল্যে ওষুধ দিছে। আল্লাহ্ তাদের ভাল করবি।
আরেক বৃদ্ধা সাবেদা বেওয়া বললেন, ‘আমি দীর্ঘদিন ধরে প্রেসার, গ্যাসটিকসহ নানা রোগে ভুগছি। গরীব মানুষ ওষুধ কিনার ট্যাকা নাই, আজকে এখানে আইছি। আমাক ডাক্তাররা দেখে ওুধ দিছে। আল্লাহ তাদের ভাল রাখুক। তারা যেন এরকম আরো ভালো কাজ করতি পারে।
ডাক্তার ফরহাদ পারভেজ লিখন জানালেন, আমরা আমাদের দাদা মৃত কিসমত উল্লাহ খান ও দাদী খাদিজা বেগমের স্মরণে তাদের প্রতি বছরের মতো এবারও গ্রামের অসহায় দরিদ্র রোগীর রোগ নির্ণয় করে বিনামূল্যে ওষুধ সরবরাহ করছি। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে আমরা ৫ শতাধিক গরীব রোগীর রোগ নির্ণয় করে চিকিৎসা সেবা দিয়েছি। আমাদের এ সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।