বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির লক্ষে পাবনার সুজানগরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ একেএম সেলিম রেজা হাবিব। সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান মাস্টার, শামসুর রহমার শমেজ প্রমুখ। শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে বিশেষ মোনাজাত করা হয়।