"ঈদ কাটুক-ঈদ কার্ডে"এই স্লোগানে মাগুরার ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন পরিবর্তনে আমরাই এর আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের আম বাগানে শতাধিক শিশু কিশোরের অংশগ্রহণে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। তিনটি গ্রুপে রঙিন কাগজ এবং রঙিন রং তুলিতে প্রতিযোগিরা ঈদ কার্ডগুলোকে তাদের মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছে। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিবর্তনে আমরাই এর সভাপতি নাহিদুর রহমান দুর্জয়ের সভাপতিত্বে সংগঠনের প্রধান উপদেষ্টা এড: শাখারুল ইসলাম শাকিল, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন, হঃা সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, চিত্রশিল্পী আবুল কালাম আজাদ,আশিস রায় এবং কবি অলিউজ্জামান রিঙ্কু উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।