রাতের আঁধারে গুমানী নদী থেকে মাটি কেটে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের জায়গা দখল করে মাটি ভরাট করা হয়েছে। এসময় সেখানে বসবাসরত একটি পরিবারের গাছপালা কেটে সবজির মাচাল ভেঙে ফেলা হয়েছে। এই মাটি ভরাট করার ফলে একটি সড়কের প্যালাসাইটিং এর কাজও বন্ধ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর কোবাদ বাজার এলাকায়। স্থানীয় আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান খোকনের ছত্রচ্ছায়ায় গুমানী নদীর মাটি কেটে পানি উন্নয়ন বোর্ডের এই জায়গা ভরাট করেছেন নিমাইচড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন।
গত শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় পাউবোর জমি দখল করে মাটি ভরাট করা হয়েছে। পাশেই দুটি খালের মাঝ দিয়ে যাওয়া সড়কটি ভেঙে গেছে। সেখানে সরকারিভাবে সড়ক সংরক্ষণের জন্য প্রকল্প দিলেও তা আর করা যাচ্ছেনা। কারণ মাটি দিয়ে খালের অংশ ভরাট করা হয়েছে। মাটি ভরাট করে প্রভাবশালী এই চক্রটি জায়গার পজেশন বিক্রি করে দিবে বলে একাধিক সূত্র জানায়।
নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি জানান, সড়কের দু’পাশে খাল থাকায় সড়কটি ভেঙে যাচ্ছে। সেখানে উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে প্যালাসাইটিং করার প্রকল্প দেওয়া হয়। কিন্তু সড়কের একপাশের খাল ভরাট করার ফলে প্রকল্পটি সেখানে আর করা যাচ্ছেনা।
ক্ষতিগ্রস্থ ভূমিহীন নুর ইসলাম বলেন, আমি ৩৫ বছর যাবত এখানে বসবাস করছি। আমি বাড়ি ছিলাম না। সে সময় রুহুল মেম্বার জোরপূর্বক গাছপালা কেটে মাটি ভরাট করেছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগও দিয়েছি। পুলিশ এসে তদন্ত করেও গেছে। কিন্তু তারপর আর কিছু হয়নি।
অভিযুক্ত রুহুল মেম্বার বলেন, সড়ক বড় করার জন্যই মাটি ভরাট করা হয়েছে। এতে মানুষেরই ভালো হবে। জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের বলে স্বীকার করেন তিনি।