ঈদের খুশি গরিব-অসহায় মানুষদের মাঝে পৌঁছে দিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঁচ টাকায় ঈদের কেনাকাটার সুযোগ করে দিয়েছে ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ নামে একটি সামাজিক সংগঠন। শনিবার (৬ এপ্রিল) সকালে রায়গঞ্জ বাজার মুক্তমঞ্চ চত্বরে শতাধীক সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ গরিবের ঈদ বাজার থেকে মাত্র ৫ টাকায় পছন্দমতো ঈদের বাজার সামগ্রী কিনতে পেরেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এখন আর্থিক সংকটের কারণে ঈদে খাদ্যসামগ্রী কিনতে পারছেন না অনেকে। তাদের জন্যই মূলত এমন ব্যতিক্রমী আয়োজন। এই আয়োজনে পাঁচ টাকায় বাজার করার সুযোগ পেয়ে বেশ খুশি সুবিধাবঞ্চিতরা। কথা হয় গরিবের ঈদ বাজারে কেনাকাটা করতে আসা সোনেকা বেগম, হোসনে আরা বেগম ও জরিনা বেওয়ার সঙ্গে। নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী কিনতে পারায় তারা বেজায় খুশি। বেশি না হলেও অল্প পরিসরে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারবেন বলে জানান তারা। আর তাই আয়োজকদের জন্য প্রাণভরে দোয়া করেন ছিন্নমূল এই সুবিধাভোগীরা। এই বাজারে অসহায়দের জন্যে ৫ টাকায় দেওয়া হয়েছে লাচ্চা ১ প্যাকেট , চিনি ৫০০ গ্রাম, পোলার চাল ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম, আলু ১ কেজি , পিয়াজ ৫০০ গ্রাম, গুড়া দুধ ১ প্যাকেট । সংগঠনটির অন্যতম সদস্য জামিরুল ইসলাম জানান, ঈদের দিন কর্মহীন মানুষরা যেন পরিবার পরিজন নিয়ে খেয়ে আনন্দে দিন কাটাতে পারে তাই মাত্র পাঁচ টাকায় ঈদ সামগ্রী প্রদান করেছি। ঈদ উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ। তবে এই পাঁচ টাকা কেনো নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেয়েছি অসহায় মানুষেরা যেন ক্রয় করে নেওয়ার অনুভূতি পায়। তারা বিষয়টি দান হিসেবে নেক সেটা আমরা চাই না। তাই এই নাম মাত্র পাঁচ টাকা নেওয়া হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী জানান, হতদরিদ্র পরিবারের মানুষ যেন আর্থিক সংকটে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্যই তাদের এই উদ্যোগ। কেআর ফ্যামেলির অর্থায়নে এই আয়োজন বলে জানান আয়োজকরা। স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের মতো সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করলে অসহায় মানুষদের মুখে হাঁসি ফোটানো সম্ভব- এমন চিন্তা থেকে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সদস্যরা।