মেঘনা নদীর জেলার হিজলা উপজেলা অংশের অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের সময় ১৬ জন অসাধু জেলেকে আটক করেছে নৌ-পুলিশের সদস্যরা।
মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশের ওসি তারিকুল ইসলাম তালুকদার জানান, আটককৃতরা হলো গোলাম মোস্তফা, মনির হোসেন, আনোয়ার সরদার, মনির হোসেন সরদার, আকতার হোসেন, ছোমেদ মিজি, রুহুল আমিন, জহির সরদার, আমিরুল সরদার, মালেক সরদার, এবাদুল্লাহ বেপারী, মুছা হাওলাদার, রাসেল বেপারী, ফয়সাল সরদার, মানিক দেওয়ান ও জাকির দেওয়ান। আটককৃতদের বিরুদ্ধে হিজলা থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।