রংপুরের পীরগঞ্জ উপজেলার ডাসারপাড়া গ্রামে দীর্ঘদিনের বসতি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে টিনের চালা ঘরের দরজা জানালা ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ডাসারপাড়া গ্রামের মৃত শাহার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম পীরগঞ্জ থানায় প্রদানকৃত অভিযোগে উল্লেখ করেন, উক্ত গ্রামের আরএস দাগ নং ৪৪২ এর ১৩ শতক জমিতে দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় রফিকুল গংরা বসবাস করে আসছেন। উক্ত জমি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে একই গ্রামের মোজাম্মেল হক এর ছেলে মানু মিয়া তার লোকজন নিয়ে গত ২৫ মার্চ রফিকুলদের বসত ভিটায় হামলা চালিয়ে টিনের চালা, ঘরের দরজা ও জানালা ভাংচুর করে। এছাড়া কয়েকটি গাছ পালাও কেটে ফেলে। এ ব্যাপারে মানু বলেন-উক্ত জমির কোন প্রকার কাগজপত্র তাদের নেই। বলপুর্বক ওরা ঘরবাড়ি করে আছে। স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে তারা অন্যত্র বাড়ি করেছে। এ জমিটি ছেড়ে দেয়ার কথা হলেও ইদানিং টালবাহানা করায় তাদেরকে শেষ সময় সীমা বেঁেধ দেয়া হয়েছে। অবস্থা বেগতিক দেখে এরা এখন নানা ফন্দি ফিকির করছে। সংশ্লিষ্ট বীটের দায়িত্বে নিয়োজিত এসআই নুরে আলম বলেন- অভিযোগ পাওয়া গেছে,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।