আমাদের সকলের উচিত দেশের প্রচলিত আইন মেনে বনজ সম্পদ আহরন করা। মনে রাখতে হবে সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বনে থাকা জলজ, মৎস্য ও বনজ সম্পদ এবং সকল প্রকারের জীব বৈচিত্র আমাদের জাতীয় জীবনে অনেক অবদান রাখে। সুতরাং এই জাতীয় সম্পদ ধবংসকারীরা আমাদের জাতীয় শত্রু। সোমবার বেলা ১১ টায় কালাবগী সুন্দরবন প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সুন্দরবন এলাকায় বিষ প্রয়োগে মাছ শিকার, স্বাস্থ্য ঝুঁকি এবং জীববৈচিত্র সংরক্ষন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী বিপিএম এ কথা বলেন। খুলনা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার মফিজুর রহমান, দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা এবং সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, স্থানীয় মাছ ব্যবসায়ীনেতা রেজাউল ঢালী এবং পল্লী চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান। দাকোপ থানার পুলিশ পরিদর্শক শাহিনুর রহমানের পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হক। সভায় বক্তৃারা বিষ প্রয়োগে মাছ শিকারের ক্ষতিকর দিক তুলে ধরে সকলকে সচেতন হওয়ার আহবান জানানোর পাশাপাশি মাছ হরিণসহ অন্যান্য বনজ সম্পদ রক্ষায় আইনের কঠোর প্রয়োগের কথা বলেন। সভায় দাকোপ থানা ও নৌ পুলিশ, বনবিভাগ, জেলে, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, মাছ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে।