বিরলে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে এবং অপর এক শিশু আহত হয়েছে। সে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল রোববার দুপুরে রবিপুর গ্রামের ওয়াহেদ আলীর পুকুরে ডুবে ওই শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের রবিপুর গ্রামের সরকার পাড়ার একরামুল হকের মেয়ে ছাদিয়া (৯) নামের এক শিশু নিহত হয়েছে। একই এলাকার তোফাইজুল হকের মেয়ে তানিয়া আক্তারকে (৮) গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ বেলাল হোসেন।