দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পাড় করছেন ব্যবসায়ীরা। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে মার্কেট গুলোতে ঈদের বাজার। পরিবার পরিজন নিয়ে নতুন জামা কিনতে মার্কেট গুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, স্বল্প দামে ফুঁটপাতে পছন্দের জিনিস পাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন এপ্রিল মাসের ১০ অথবা ১১ তারিখে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এর আগেই রমজানের শেষ দশকেই আরো জমজমাট হবে বেচাকেনা। ক্রেতারা বাজারে ঘুরে ঘুরে তাদের পছন্দের জিনিসপত্র কেনাকাটা করছেন। আবহাওয়া ভালো থাকায় রমজানের শুরু থেকেই মানুষজন অত্যান্ত স্বাচ্ছন্দ্যের সাথে এখানে কেনাকাটা করতে পারছেন। ব্যবসায়ী মনির জানান, আগের চেয়ে কেনাকাটা একটু কম হচ্ছে দোকানে। এদিকে দামের ব্যাপারে ব্যবসায়ীরা জানান, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। তাই ঈদের মার্কেটেও এর প্রভাব পড়েছে। দোকানে কিন্তু আসা আব্দুল আলিম বলেন, গতবছর পরিবারের জন্য ২০ হাজার টাকা খরচ করলে সবাইরে কেনাকাটা হইছিল। কিন্তু এবার দ্বিগুন দামে কিনতে হচ্ছে সবার জন্য ঈদের পোশাক। অপরদিকে ঈদ ও পহেলা বৈশাখ একই মাসে হওয়ায় বাজারে ক্রেতাদের উপস্থিতি দিন, দিন বৃদ্ধি পাচ্ছে।