দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সরকার পেট্রোল পাম্পের সামনে রোববার দুপুর ১২টায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিপুল (২০) নামে ১ জন নিহত হয়েছে। সে উপজেলার খানপুর ইউনিয়নের প্রাণনাথপুর আশ্রয়ন প্রকল্পের আব্দুল হালিমের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিরামপুর পৌর শহরের বকুলতলা মোড়ের শাপলা বেকারীর কর্মচারী বিপুল সাইকেলযোগে সরকার পেট্রোল পাম্পে তেল নিতে রাস্তা পারাপারের সময় গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ১০ চাকার একটি ট্রাকের নিচে পড়ে গেলে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে।