ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে সহোদর ভাই বোন নিহত হয়েছে। আহত হয়েছেন বাবা মাসহ তিনজন। ঘটনাটি ঘটে রবিবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিন বাজার জামান ফিলিং স্টেশনের সামনে। নিহতরা হলেন, শেরপুরের শ্রীবর্দী উপজেলার চর শিমুলচরা গ্রামে মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগম দম্পতির ছেলে মেয়ে মাইক্রোবাস যাত্রী বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬) এবং ভাই আনাছ আহনাফ (৩)। আহত বাবা মা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদুল ইসলাম জানান, রবিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিন বাজার জামান ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে শেরপুরগামী মিথুন সুপারের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস যাত্রী বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬) এবং ভাই আনাছ আহনাফ (৩) ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত বাবা মা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হতাহতদের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার চর শিমুলচরা গ্রামে। তারা শ্রীবর্দী থেকে স্বপরিবারে ঢাকা যাচ্ছিলেন।