বিমানে মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েন তরুণ সংগীতিশিল্পী তাসরিফ খান। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড় থেকে সৈয়দপুর হয়ে ঢাকায় ফেরার সময় এ ঘটনা ঘটে। তথ্যটি জানিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টও করেছেন এই সংগীতশিল্পী। জানিয়েছেন, ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। তাসরিফ খানের কথায়, ‘প্লেনে বিশাল বড় ঝড়ের কবলে পড়েছিলাম আজ! পঞ্চগড় থেকে সৈয়দপুর হয়ে ঢাকা ফেরার সময় নভোএয়ারের রাত ৯টার ফ্লাইটে আমরা ঝড়ের কবলে পড়ি। মাত্র ৪-৫ সেকেন্ডে প্লেনটা বড় দুইটা ঝাঁকি খেয়ে ৪৫০০ ফিট নিচে নেমে যায়। যাত্রীরা অনেকেই কান্না কাটি করেছে এবং অনেকেই কালিমা পাঠ করেছে কেউ কেউ সুরা পাঠ করছিল। আল্লাহর দয়া এবং পাইলটের দক্ষতার কারণে শেষ রক্ষা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্লেনে যারা চলাচল করেন, দয়া করে আবহাওয়ার আপডেট চেক করে ফ্লাইট সিলেক্ট করবেন। দুর্বল হার্টের মানুষ কেউ প্লেনে থাকলে আজকে অনেক বড় বিপদ হতে পারতো। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক!’ উল্লেখ্য, কুঁড়েঘর ব্যান্ডদলের গায়ক তাসরিফ খান। গান দিয়ে অল্প ক’দিনেই তিনি জয় করে নেন দর্শকদের মন। গান-বাজনার পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন তিনি। ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন। যা মুহূর্তেই ভাইরাল হয়। সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন তাসরিফ।