দেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দিনাজপুরের খানসামা উপজেলায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ শুক্রবার বিকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলহাটস্থ আরএটি ইটভাটা প্রাঙ্গণে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অন্যতম সদস্য ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মের আনুষ্ঠানিকতাগুলো ধ্বংস করে ভারতকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। তাঁদের এসব চক্রান্ত ও দুঃশাসন থেকে মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে ও সদস্য শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, আজিজার রহমান শাহ ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।