বরিশাল-বানারীপাড়া সড়কের গুয়াচিত্রা বাজারের সন্নিকটে সিএনজি দূর্ঘটনায় চালক নিহত ও পাঁচজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে স্থানীয়দের বরাত দিয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, ওইদিন সন্ধ্যায় বরিশাল শহর থেকে পাঁচজন যাত্রী নিয়ে বানারীপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজি সড়কের গুয়াচিত্রা বাজারের সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমরে মুচরে যায়। এতে চালকসহ যাত্রীরা গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা চালক হায়দার আলীকে (২৪) মৃত বলে ঘোষণা করেন।