রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবি জানানো হয়েছে। বিভিন্ন কাজের প্রায় সাত কোটি টাকা লোপাট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এসব অনিয়মের তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েেেছ। পৌরসভার ছয় কাউন্সিলর যৌথ সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে সুনির্দিষ্ট ভাবে ১২টি অভিযোগ তুলে ধরা হয়েছে। এই অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছেও দেওয়া হয়েছে। তবে মেয়র অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই বিষয়ে তদন্ত চলছে, প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের বিষয়ে জানা যাবে। গতকাল মঙ্গলবার দুপুরে বাগমারা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কাউন্সিলর শরিফুল ইসলাম বলেন, মেয়র আবদুল মালেক মণ্ডল দীর্ঘ আট বছর ধরে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছেন। তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম করেন। প্রকল্প বাস্তবায়ন না করে ভূয়া বিল প্রস্তত করে টাকা পকেটে ভরেছেন। এছাড়াও মেয়র ভূয়া গৃহকর ও ট্রেডলাইসেন্সের বহি ছাপিয়ে সেগুলো দিয়ে টাকা আদায় করেন। এসব টাকা তিনি সরকারি তহবিলে জমা না দিয়ে আত্নসাত করে থাকেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, চারকোটি টাকা ব্যয়ে নতুন পৌর ভবন নির্মাণের কাজ নাটোরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পেলেও কাজটি নিজেই করছেন মেয়র। ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যা ঝুঁকিপূর্ন বলে মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করে বলেন, গত অর্থ বছরে এডিপি খাতের ১০ লাখ টাকার কোটেশন দরপত্র আহ্বান করেন। পৌরভবনের বিভিন্ন সংস্কার কাজের জন্য ওই কোটেশন আহ্বান করা হয়। নিজের ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে কোনো কাজ না করেই প্রকল্পের বরাদ্দের টাকা মেয়র পকেটে ভরেছেন। এছাড়াও মেয়র পৌরসভার ট্রাক, এক্সভেটর মেশিন, রোলার ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন। তিনি ঠিকাদারী কাজ করার কারণে ওইসব যন্ত্রপাতি ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন। ওইসব মেরামতের জন্য দুই বছরে তিন লাখ টাকা খরচ দেখিয়েছেন, তবে ওইসব যন্ত্রপাতি থেকে কোনো আয় দেখানো হয়নি। সাংবাদিক সম্মেলনে এ সংক্রান্ত প্রমাণাদি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। সম্প্রতি ভবানীগঞ্জ পৌরসভার পুরানো একটি হাট অফিস ভেঙে ফেলেন। অফিসের ইট, রডসহ অন্যান্য মালামাল বিক্রি করে অর্থ পৌরসভার তহবিলে জমা দেওয়ার নিয়ম থাকলেও মেয়র নিজের বাড়িতে নিয়ে যান। কাউন্সিলরদের অভিযোগ মেয়র আবদুল মালেক দীর্ঘ আট বছর ধরে পৌরসভার উন্নয়ন মূলক কাজ নিজেই করে থাকেন। অন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও তাঁদের ভয়ভীতি দেখিয়ে কাজগুলো নিজেই করেন এবং বিলগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানের হিসাবে না দিয়ে নিজের নামে চেক গ্রহণ করেন। তাঁদের অভিযোগ, সাবেক সংসদ সদস্য এনামুল হক মেয়র আবদুল মালেকের আপন ফুফাত ভাই হওয়ার কারণে তিনি কাউন্সিলরদের তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো পৌরসভার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পৌরসভার অভ্যন্তরে সাবেক সংসদ সদস্যের বহুতল বাণিজ্যিক ভবন থেকে নামমাত্র পৌরকর আদায় করা হয়। এর আগে কাউন্সিলরেরা মেয়রের এসব অনিয়মের প্রতিবাদ করলে উলটো ভয়ভীতি ও লাঞ্চনার শিকার হতে হয়েছে। কাউন্সিলরেরা জানান, তাঁরা এসব অনিয়মের ফিরিস্থি ও সাত কোটি টাকা লোপাটের সুনির্দিষ্ট ১২টি অনিয়মের তথ্য প্রমাণসহ চলতি বছরের ২৫ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। কাউন্সিলরেরা আরও অভিযোগ করে বলেন, মেয়রের অনুসারী সাবেক সংসদ সদস্যের দেহরক্ষী হিসেবে পরিচিত প্যানেল মেয়র হাসান আলীকে দিয়ে সব সময় তাঁদের ভয়ভীতি দেখানো হয়। এখনও হুমকী দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। তাঁরা এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়াসহ মেয়রের অপসারণের দাবি জানিয়েছেন। সম্মেলনে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আলমগীর হোসেন, আবদুল মজিদ, আবদুল হান্নান, আনোয়ারা খাতুন। অভিযোগ বিষয়ে ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডল বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা নেই। তাঁদের (কাউন্সিলর) অভিযোগের তদন্ত চলছে, তাই এখন আর কিছু বলবো না। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আশরাফুল ইসলাম বলেন, তিনি গত ১১ মার্চ সরেজমিনে তদন্ত করেছেন। এখন সচিব মহোদয়ের কাছে তদন্ত প্রতিবেদন পাঠাবেন। তবে তদন্তে কী পাওয়া গেছে তা বলা যাবে না বলে জানিয়েছেন।