জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আলহাজ্ব আবুল কাশেম আর নেই। গত শুক্রবার সকালে দেলদুয়ার উপজেলার দেওলী ইউনিয়নের আলালপুর গ্রামে তার নিজ বাসভবনে শারিরীকভাবে অসুস্থ্যবোধ করলে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সেখানে চিকিৎসাধিন অবস্থায় বেলা ২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আবুল কাশেম ২০০৮ সালে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে টাঙ্গাইল ৫ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে লাঙ্গল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতা করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শেষ সময়ে এসে ব্যবসা শিল্প প্রতিষ্ঠানগুলো ছেলেদের বুঝিয়ে দিয়ে নিজ বাড়িতে এসে গ্রামে একটি দৃষ্টিনন্দন মসজিদ ও একটি ফাযিল মাদরাসা প্রতিষ্ঠা করে এলাকার মানুষকে দ্বিনী শিক্ষায় উদ্বোদ্ধ করে গেছেন। পাশাপাশি তিনি তার বাড়ীর পাশের্^ কয়েক একর জায়গা জুড়ে সখের ফল ড্রাগণ চাষ করে অবসর সময় কাটিয়েছেন।
তার ভাগ্নে ইলিয়াস আলী বলেন, বৃহস্পতিবার মামা তার আমেরিকা প্রবাসী ছেলেকে বিমানবন্দরে পৌছে দিয়ে বাড়িতে চলে আসেন। সকালে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে মামির মাধ্যমে সংবাদ পাই। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। বেলা ২টার দিকে চিকিৎসক মামাকে মৃত ঘোষনা করেন।