পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে বাংলাবান্ধা স্থলবন্দরের মালবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে একজন নিহত ও ৭ জন গুরুত্বর আহত হয়েছে। আজ বুধবার সকাল অনুমান সাড়ে ৭ টায় বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কের পাগলিডাঙ্গী হাট নামকস্থানে এই ঘটনা ঘটে। জানা যায় নিহতের নাম অতুল বর্মন (৫৫) পেশায় একজন পাথর শ্রমিক। সে ঠাকুরগাঁও জেলার ভূল্লি থানার অন্তর্গন্ত লাউখুতি গ্রামের শহিনী বর্মনের ছেলে। দীর্ঘ কয়েক মাস বাড়ি ভাড়া নিয়ে পাথর সাইটে শ্রমিকের কাজ করত। নিহতের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান সকালে একটি ইজিবাইকে ৮ জন বাংলাবান্ধা স্থলবন্দর পাথর সাইটে কাজের উদ্দেশ্যে যাবার সময় পাগলীডাঙ্গী নামক স্থানে পৌছালে বাংলাবান্ধা স্থলবন্দর গামী একটি মালবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিলে উল্টে দুমড়ে মুছড়ে যায়। এসময় স্থানীয় লোকজন গুরুত্বর আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে জরুরী বিভাগে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অতুলকে মৃত ঘোষণা করে। তেঁতুলিয়া হাসপাতালে গুরুত্বর আহদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ট্রাক ও ইজিবাইক আটক করতে পারেনি। এব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, দূঘর্টনা পর মালবাহী ট্রাকটি ভারতে চলে গেছে এবং ইজিবাইকও পালিয়েছে। তবে সোর্স সন্ধান দিলে ট্রাক ও ইজিবাইক আটক করে থানায় আনা হবে। এছাড়া নিহতের ব্যাপারে থানায় মামলা প্রস্তুতি চলছে।