চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে সদ্য একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক ও চট্টগ্রাম বুদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু’র উপর বর্বরোচিত হামলা ও চক্রান্তকারিদের বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা কর্মীরা। বুধবার (১৩ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙ্গামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের আহবায়ক কিরন বিকাশ চাকমার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের সদস্য সচিব তপন কুমার বড়ুয়া, রাঙ্গামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের যুগ্ন আহবায়ক রবীন্দ্র লাল বড়ুয়া ও মৃদুল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ গোষ্ঠীয় প্রচার সংঘের মহিলা সহ সভাপতি মৌহিনী রঞ্জন চাকমাসহ বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের নর নারীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা, একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলা চট্টগ্রাম বৌদ্ধ বিহারের জন্য কলঙ্কিত অধ্যায়। একজন প্রাজ্ঞ মানুষের ওপর হামলা ভিক্ষু সমাজের জন্য লজ্জা ও অপমানজনক। জিনবোধি বৌদ্ধ সমাজের প্রতিনিধিত্ব করেন, তাঁর ওপর হামলা আর বৌদ্ধ সমাজের ওপর হামলা একই কথা। বক্তারা আরো বলেন, বৌদ্ধ মন্দিরের নেতৃত্ব ও ভিক্ষুর একুশে পদক পাওয়াকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে একটি মহল। তারা তার রাষ্ট্রীয় এই মর্যাদাকে মেনে নিতে পারেনি। তাই পূর্ব পরিকল্পিত ভাবে ষড়যন্ত্রের জাল বুনছেন বিপথগামী শত্রুরা। মানববন্ধনে গত ৮ মার্চ সকালে চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে একুশে পদকপ্রাপ্ত ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।