অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সৈয়দপুর সরকারি কলেজ ক্যাম্পাস। ৭ মার্চ অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলায় ওই আন্দোলনের সুত্রপাত। ৭ মার্চ ছিল জাতীয় ঐতিহাসিক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এইদিনে তৎকালীন রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমাবেশে বাঙ্গালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের জন্য চুড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছিলেন। সে সময় থেকে ৭ মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস পালন করা হয়। সৈয়দপুর সরকারি কলেজেও দিবসটি পালনে নানা আয়োজন ছিল। ওইদিন কলেজ অধ্যক্ষ ড. আতিয়ার রহমান নিজে উপস্থিত ছিলেন না। তবে তিনি দায়িত্ব দিয়েছিলেন শিক্ষক গোলজার হোসেন নামে একজনকে। তিনি দায়িত্বে থেকে ওইদিন করেন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। ওই আলোচনা সভায় প্রকাশ পায়নি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান। আর এরই প্রতিবাদে ১০ মার্চ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থী। তারা ওইদিন টেস্ট পরীক্ষা ও ক্লাশ বর্জন করে। তাদের দাবি ছিল কলেজ অধ্যক্ষ ড. আতাউর রহমান একজন জামায়াত পন্থী শিক্ষক। তার বাবা ছিলেন সৈয়দপুর উপজেলা শাখার জামায়াতে ইসলামীর একজন রোকন। জামায়াত পরিবারের সদস্য হওয়ায় ওই অধ্যক্ষ জামায়াত ও বিএনপি পন্থী শিক্ষকদের নিয়ে কলেজে যা ইচ্ছে তাই করে চলছেন। তিনি শিক্ষক পরিষদকে বিলুপ্ত ঘোষণা করেছেন। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছেন। অনেক শিক্ষকের সাথে খারাপ আচরণ করে থাকেন। ক্রীড়া প্রতিযোগিতার ফি নেয়া হলেও অনুষ্ঠান করা হয়নি। এক কথায় তিনি একনায়কতন্ত্র চালু করেছেন। উপরোক্ত অভিযোগ তোলা হয় বিক্ষোভ মিছিল থেকে। এ সময় বক্তব্য বলেন কলেজ ছাত্রলীগের সভাপতি শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক আকাশ সরদার। ওই বিক্ষোভ মিছিলে কলেজের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের দাবি জামায়াত পন্থী অধ্যক্ষের অপসারণ। এ ব্যাপারে অধ্যক্ষের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান,সময় করে কলেজে আসেন কথা হবে।