তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক বিপিএম (বার) পিপিএম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, উপকার ভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোছাঃ সেনিলা খাতুন,রেশমিন নাহার, ও তন্নী রানী প্রমূখ। পরে সেখানে আর পাওয়ার প্রকল্পের আওতায় ৫৫৫ জন প্রশিক্ষণার্থী নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। এ প্রকল্পের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৫৮ কোটি টাকাএর আগে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মুজিবনগর স্মৃতি মানচিত্রে পুষ্প মাল্য অর্পণ করেন।