পীরগাছার দেউতিতে চাঞ্চল্যকর তাহের আহমদ হত্যা মামলায় পরিকল্পিতভাবে চাচা এবং চাচাতো ভাইদের জড়িয়ে অবৈধভাবে দখলকুত জমিতে বাসাবাড়ি ও দোকান পাট নির্মানের অভিযোগ করেছেন ভুক্তভোগি পরিবার। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলার বাদিকে বিভ্রান্ত করে হত্যাকান্ডের শিকার তাহের আহমদের স্ত্রীর বড় ভাই নুর হোসেন তাদের মামলায় জড়িয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। রোববার (১০ মার্চ) সকালে রংপুর মহানগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তাহের হত্যা মামলার জামিনে থাকা আসামী ও চাচা শশুড় পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি গ্রামের খলিলুর রহমান। সংবাদ সম্মেলনে ৮৯ বছর বয়সি খলিলুর রহমান অভিযোগ করে বলেন, গত বছর ১৬ অক্টোবর দিবাগত রাত ২ টার দিকে আমার ভাই মৃত লুৎফুর রহমানের পুত্র নুর হোসেনের বাড়িতে (আমার জায়গা অবৈধ দখল করে করা বাড়ি) নির্মমভাবে নিহত হন দাওয়াত খেতে আসা আমার নিরপরাধ ভাতিজি জামাই তাহের আহমদ। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। ওই মামলায় আমিসহ আমার ৫ পুত্র ও ১ নাতিকেও আসামী করা হয়। পরবর্তীতে আমরা উচ্চ আদালত থেকে জামিন পাই। খলিলুর রহমান অভিযোগ করে বলেন, আমার ভাতিজা (আমার জমি অবৈধভাবে দখলকারি) নুর হোসেন আমার ভাতিজি জামাইয়ের বাবার আমার বিয়াই আনারুল্লাহকে পরিকল্পিতভাবে ভুল বুঝিয়ে আমাদের নাম মামলায় অন্তর্ভূক্ত করেছেন। এবং আমাদের নামে মামলা দিয়ে ও বাড়ি ছাড়া করে অবৈধভাবে দখল করা আমার জমিতে বাসাবাড়ি ও দোকানপাট নির্মান করেছেন। খলিলুর রহমানের অভিযোগ, আমার বড় ভাই নুর মোহাম্মদ ও লুৎফর রহমানসহ আমরা তিনভাই মিলে ১৯৭০ সালে দেউতি মৌজার ১৬৯৬ দাগে ৩ একর ৫৯ শতক জমি ক্রয় করি। এরমধ্যে আমি ১ একর ১৯ দশমিক ৬৬ শতক জমির মালিক হয়ে ভোগ দখল করে আসতেছিলাম। পরবর্তীতে আমার ভাই লুৎফর রহমান তার ভাগের সমুদয় অংশ বিক্রি করে দেয় এবং আমিও আমার জমি থেকে ৬২ শতক জমি বিক্রি করি দেই। বাকী ৫২ শতক জমি আমি স্থানীয় আব্দুল জব্বারের পুত্র রফিকুলের কাছে বন্ধক রাখি এবং বাকি ৫ শতক জমিতে পুকুর হিসেবে ভোগ দখল করে আসছিলাম। আমার বড় ভাই লুৎফর রহমানের মৃত্যুর পর হঠাৎ করে আমার ভাতিজা নুর হোসেন আমার অংশের ১৬ শতক জমি দাবি করে বলে, ওই জমি আমার ভাই তাদের দলিল করে দিয়েছে। এসময় আমি অসুস্থ্য থাকায় জোড় করে আমার ভাতিজা নুর হোসেন, মানিক, ইউসুফ আলী এবং মুত নুরুল আমিনের পুত্র রফিকুল ইসলাম ওই ৫২ শতক জমি দখল করে নেয় এবং আমি যার কাছে বন্ধক রেখেছিলাম। তাকে বের করে দেয়। বিষয়টি নিয়ে আমি একাধিকবার স্থানীয় গণমান্যব্যক্তি, ইউনিয়ন পরিষদ ও উপজেলা চেয়ারম্যানের কাছে বিচার দেই। কিন্তু কোনা সুরাহা না হওয়ায় ২০১৫ সালে রংপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করি। ২০১৭ সালে ওই মামলায় দখলবাজ ভাতিজাদেরকে আমার জমি আমার কাছে দখল বুঝে দেয়ার আদেশ দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত আমাকে তারা ওই জমি বুঝে না দিয়ে সেখানে বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। খলিলুর রহমান বলেন, নুর হোসেনের দখল করা ওই বাড়িতে নির্মমভাবে খুন হন আমার ভাতিজি জামাই তাহের আহমদ। আমার জমিজমা বেদখলকরে বসবাস ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা আমার ভাতিজা নুর হোসেন পরিকল্পিতভাবে ওই মামলায় আমিসহ আমার পুত্র ও নাতির নাম দিয়েছেন। শুধু তাই নয়, মামলার পর আমরা বাড়ি ছাড়া হয়ে গেলে নুর হোসেন দ্রুত গতিতে আমার জমিতে পাকাবাড়ি ও পাকা দোকানঘর নির্মান করেন। যা আমি জামিন নিয়ে এসে দেখতে পাই। মূলত ওই ঘটনার সময় আমরা কেউই ঘটনাস্থলে ছিলাম না। সবাই বাড়িতে ঘুমিয়ে ছিলাম। ঘটনার পর চিৎকার শুনে আশেপাশের লোকজনের মতো আমরাও বিষয়টি জানতে পারি। খলিলুর রহমান বলেন, শুধু তাই নয়, ঘটনার পর রংপুর রিপোর্টার্স ক্লাবে গত বছর ৬ নভেম্বর আমার নাতি রাসেল এক সংবাদ সম্মেলন করে বলেন, তার পিতা তাহের আহমদ ঘটনার সময় মামা নুর হোসেনের বাড়িতে দাওয়াত খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রাতে হট্রগোলের খবর পেয়ে ঘুম ভেঙ্গে যায়। তখন স্থানীয় যুবলীগ নেতা লিটনের নেতৃত্বে তার পিতাকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু থানায় যুবলীগ নেতা লিটন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতির ভাই তৈয়বের নামসহ এজাহার দিলে তা গ্রহনে করেনি পুলিশ। পরে পুলিশ বাধ্য করে এজাহার পরিবর্তন করে মামলা দিতে। এসময় তার সাথে ছিলেন খুনের শিকার