ঝিনাইদহ কালীগঞ্জে সড়কে যত দুর্ঘটনা ঘটছে, এর বেশির ভাগই মোটর সাইকেল দুর্ঘটনা। দায়ী করা হচ্ছে যানটির বেপরোয়া গতিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘মোটর সাইকেল চলাচল নীতিমালার’ খসড়া তৈরি করেছে সরকার কিন্তু এ নিতীমারা চালকরা মানছে না। ফলে কালীগঞ্জ শহরের মধ্যে মোটর সাইকেলের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার করার প্রস্তাব রেখেছেন কালীগঞ্জ পৌরসভার মেয়র। ইয়ারফোন কানে লাগিয়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে বাইক চালানো যাবে না। মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন,মটর সাইকেল চালক, ইঞ্জিন চালিত যান চালককে অবশ্যই হেলমেট পরতে হবে ও ১২ বছরের কম বয়সী কাউকে মোটর সাইকেল আরোহী করা যাবে না। মোটর সাইকেল চলাচল নীতিমালার উল্লেখ রয়েছে বেপরোয়া প্রতিযোগিতা মনোভাব, গতি বাড়ানোর প্রবনতা, মোটর সাইকেলের ঝুঁকি সম্পর্কে ধারণা না থাকা, আইন পালনে অনীহা, মোবাইল ফোন ব্যবহার ইত্যাদি কারণে মোটরসাইকেল দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। সে কারনে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কম, মোটর সাইকেলের নিরাপদ ব্যবহার ও অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ বাইক ব্যবহারে উৎসাহ দেওয়া এবং মোটর সাইকেল চালকের মধ্যে সচেতনতা বাড়ানোর কথা বলেছেন মেয়র আশরাফুল আলম কালীগঞ্জ শহরের মধ্যে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ২০ কিলোমিটার। যান চলাচলে প্রতিবদ্ধকতার সৃষ্টি এমন স্থানে মোটর সাইকেল পার্কিং করা যাবে না। ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ পৌর পরিষদের উদ্যেগে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা কর্মসূচি হাতে নেয়। এই কর্মসূচির অংশ হিসাবে শনিবার বেলা ১১ টায় ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি-২০২৪ লেখা ব্যানার নিয়ে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে মানুষকে সচেতন করেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন কলীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, পৌর স্যানেটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল,পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব, পৌরসভার সকল কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী, রেড-ক্রিসেন্টের সেচ্ছাসেবক দল, গণমাধ্যম কর্মিসহ সর্বস্থরের মানুষ। বিশেষ করে গত ২ দিনের ব্যবধানে মোটরসাইকেল দূর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। গত জানুয়ারী মাসে মটরসাইকেল দূর্ঘটনায় শহরের বলিদাপাড়া গ্রামের ৩ যুবকের মৃত্যু হয়। ৫ জানুয়ারি বারবাজারে আলামিন নিহত. ১১ জানুয়ারি বলিদাপাড়া গ্রামের সুমন নিহত ও ২ জন আহত হয়, ৬ মার্চ ট্রেনে ও মটর সাইকেল দূর্ঘটনায় ৩ জন. ১৮ জানুয়ারি মঙ্গলপৌতা গ্রামে ১ জন নিহত ও ৩ জন আহত হয়,কালীগঞ্জ কয়ারগাছি স্থানে আবদুর রাকিব ও শাকিল, মোবারকগঞ্জ চিনিকলের সামনে স্বামী ছাবদার হোসেন ও স্ত্রী পারভিনা খাতুন, নলডাঙ্গা গ্রামের ইমন ও আজিম, পিরোজপুর বটতলায় আবুল কালাম, শরীফা খাতুন ও অরো দাস এবং বেজপাড়া নামক স্থানে উজ্জ্বল শেখ ও আমানুর রহমান নিহত হন। ২০২৩ সালে কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছিল। কালীগঞ্জ শহরের মধ্যে প্রবেশের দেড় কিলোমিটার আগে থেকেই সকল যানবাহনের সর্বচ্চো গতি ২০ কিলোমিটার রাখার আহবান জানান। এ আইন অমান্য করলে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে। শহরে কতিপয় ব্যক্তি গরু ও ছাগল ছেড়ে দিয়ে রাখেন সর্বসময়। তাদের উদ্দেশ্যে বলেন, পৌরসভার ডাম্পিং ট্রাক সবসময় টহলে থাকবে যত্রতত্র গরু ছাগল থাকলে তা তুলেনিয়ে যাবে ও প্রতিটি গরু ছাড় করতে ২০ হাজার টাকা ও ছাগল প্রতি ৫ হাজার টাকা জরিমানা করা হবে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ, পৌর মেয়রের উদ্যেগকে প্রশংসা করে বলেন, হঠাৎ করেই সড়ক দুর্ঘটনা বেড়েছে। এতে বাসচালকদের দায়িত্বহীনতা পাওয়া গেছে ও এটা আমাদের নজরে এসেছে।সড়কে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো যাবে না ২০ বছরের নীচে যুবকদের হাতে মটর বাইক না দেওয়া, দু’জনের বেশী মোটর সাইকেলে না ওঠা এবং যানবাহনের সকল কাগজপত্র সাথে রাখতে হবে। শহরে চলাচলের সময় অবশ্যই ফুট ওভার ব্যবহার করতে হবে। টিপু সুলতান কালীগঞ্জ ঝিনাইদহ ৯/৩/২৪