যশোরের ঝিকরগাছায় জুয়েলারী মালিক সমিতির নির্বাচনে সভাপতি অলোক দত্ত ও সাধারণ সম্পাদক সমীর কুমার চক্রবর্তী নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্বাচন হওয়ার কথা থাকলেও বেলা ২টার মধ্যে শতভাগ ভোট গ্রহণ শেষ হয়। ২নং ওয়ার্ডের বোডঘাট রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে অলোক দত্ত ৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সুকদেব সরকার পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সমীর কুমার চক্রবর্তী ৫০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবুল কালাম আজাদ (মনা) পেয়েছেন ২৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দিপক কুমার সরকার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইলিয়াস হোসেন পেয়েছেন ৩৪ ভোট। সভাপতি পদে ০২ ও সাংগঠনিক সম্পাদক পদে ০১ ভোট বাতিল হয়েছে। নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মুসতাক আহমেদ ও সহকারী অধ্যাপক মৃনাল কান্তি দত্ত। এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সুকুমার সরকার, স্বপন বিশ্বাস, বাবুল নন্দী, সাইদুর রহমান, জগন্নাথ সরকার।