বগুড়ার সারিয়াকান্দী থেকে নিখোঁজ ১০ দিনপর অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের বস্তাবন্দি লাশ রাতে গাবতলী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্র নাছিম (১৪), সারিয়াকান্দী উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বলে জানাগেছে। গত ২৫ ফেব্রুয়ারী সবেবরাতের রাতে নাসিম বাড়ি থেকে মিখোঁজ হয়। সে ফুলবাড়ি গমীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। ৪ মার্চ সোমবার রাতে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের রাজমিস্ত্রি রফিকুল ইসলামেট বাড়ির গোয়াল ঘরের মেঝেতে বস্তা বন্দি অবস্থায় পুতে রাখা হয়েছিল। রফিকুল ইসলামের ছেলে এনামুল হক ( ১৫) নাসিমের সাথে ওই স্কুলে লেখা পড়া করতো। নাসিম ও এনামুল সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। নাসিম নিখোঁজ হলে তার পরিবার বিভিন্ন এলাকায় সন্ধান করে না পেয়ে ২৬ ফেব্রুয়ারী সারিয়াকান্দী থানায় একটি জিডি (সাধারণ) ডায়েরি করেন। এঘটনায় জড়িত পুলিশ এনামুল হকে আটক করলেও রফিকুল ইসলাম ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত স্কলছাত্র নাসিম হত্যার কারন এখনো উদঘাটন ও জানা যায়নি। সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ও সারিয়াকান্দির থানার ওসি সহ পুলিশ সদস্যগন নাসিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । ৫ মার্চ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়। স্কুল ছাত্রের লাশ উদ্ধার নিয়ে বগুড়ায় পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে। এঘটনায় সারিয়াকান্দী থানায় মামলার প্রস্তুুতি চলছিল বলে জানাগেছে।