জনগনের অধিকার,রক্ষা করবে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হল জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ ইং। মঙ্গলবার সকালে গজারিয়া উপজেলায় দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, ইমামপুর ইউপি চেয়ারম্যান মো: হাফিজ্জুজামান খাঁন জিতু, টেংগারচর ইউপি চেয়ারম্যান মো: কামরুল হাসান ফরাজীসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ স্থানীয় সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন।