বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাওন (২৫) নামের এক অটোরিকশা চালক খুন হওয়ার ৬ দিন পেরিয়ে গেলেও মুল আসামি আমজাদসহ পলাতক আসামি গ্রেপ্তারের দাবীতে শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে। তদন্ত কর্মকর্তা আসামি ধরার আশ্বাস দিলে এলাকাবাসী মিছিল নিয়ে ফেরত চলে যায়। জানাগেছে, রোববার (১৮ ফেব্রুয়ারী) ১১ টায় গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর পশ্চিমপাড়া গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একই গ্রামের এনামুল হক মিঠুর ছেলে অটোরিকশা চালক শাওন খুন হয়। হত্যাকারী আমজাদ হোসেন পালিয়ে গেলেও, স্ত্রী ফাতেমা বেগম (৪৩) সহ মেয়ে রাজিয়া খাতুন (২৩) ও রাবেয়া খাতুন (১৮)কে পুলিশ ঘটনার দিনেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়। পুলিশ জানায়, ওই গ্রামের এপরকিয়া প্রেমনিয়ে এলাকায় গুঞ্জন চলছিল। এঘটনার প্রতিবাদ করায় নিহত শাওনের মায়ের সাথে আমজাদ হোসেনের স্ত্রীর ঘটনার দিন সকাল সাড়ে ১০ টায় ঝগড়া বিবাদ হয়। এ সময় অটোরিকশা চালক শাওন বাড়িতে আসলে তার সাথেও এনিয়ে ঝগড়া বিবাদ হয়, এ সময় আমজাদ হোসেন একটি ধাড়ালো ছুরি দিয়ে শাওনকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত শাওনকে চিকিৎসার জন্য গাবতলী সরকারি হাসপাতালে আনাহলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শাওনের পিতা বাদী হয়ে আমজাদ হোসেনকে প্রধান আসামি করে তার স্ত্রী, ২ মেয়ে, ছেলে, ভাই রফিকুল ইসলাম, ভাইবউ ইতি বেগম সহ ৭ জনকে আসামি করে গাবতলী মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও শাওন খুনের মুল আসামি পলাতক আমজাদ হোসেন গ্রেপ্তার না হওয়ায়, শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে গাবতলী মডেল থানা ঘেরাও করে। এ সময় বিক্ষোভকারী এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আবদুস শুকুর, আমজাদ হোসেনসহ সকল আসামীদের গ্রেপ্তারের জন্য মামলার বাদী এনামুল হক মিঠু, নিহত শাওনের স্ত্রী, এলাকার গন্যমান্য হিরুসহ কয়েকশত বিক্ষোভকারীদের আশ্বাস দিলে এলাকাবাসী মিছিল নিয়ে ফেরত চলে যায়। পলাতক হত্যাকারী আমজাদ হোসেন ও অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে বলেও জানান তদন্ত কর্মকর্তা।