সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বানিয়াখালী স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে অবৈধভাবে পারশে মাছ ধরার জাল সহ নৌকা জব্দ করেছে। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে থাকা অসাধু জেলেরা গহীন সুন্দরবনে লাফ দিয়ে পালিয়ে যায়। এর আগে একই রেঞ্জের নলিয়ান কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে শিবসা নদীতে পারশে মাছ ধরার সময় অভিযান চালিয়ে ৩ টি নৌকা ট্রলার সহ ১৪ জেলেকে আটক করে। পরবর্তিতে তাদের নিকট থেকে সিআরও মামলার মাধ্যমে জরিমানা আদায় করা হয়। জানা গেছে মৌসুমের শুরুতেই সুন্দরবনের পারশে পোনা ধরার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বন বিভাগ। এর জন্য প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে। তার পরেও এক শ্রেনীর অসাধু জেলেরা অবৈধভাবে পারশে পোনা আহরণ করছে। ইতমধ্যে বন বিভাগের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রাখা হয়েছে। বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, তার স্টেশনের অধিনস্থ এলাকায় পারশে পোনা ধরা প্রতিহত করতে ব্যাপক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিযানে নৌকা, অবৈধ পারশে পোনার জাল জব্দ করা হয়েছে। অপরদিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান বলেন, শিবসা নদীতে পারশে পোনা ধরার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বন বিভাগ। চলতি মাসে ৩ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ ১৪ জেলে আটক করে মোটা অংকের জরিমানা আদায় করা হয়েছে। নলিয়ান স্টেশন সহ তার অধিনস্থ টহল ফাঁড়ির এলকায় পারশে পোনা ধরা বন্ধে অভিযান চলমান রাখা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ এলাকায় অসাধু জেলেরা কোন প্রকার পারশে পোনা আহরণ করতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থা রয়েছে বন বিভাগ। এর সাথে বন বিভাগের কোন সদস্য জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।