ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগে বন্ধ হয়ে গেছে পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের নির্বাচন। শ্রম অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে এমন অনিয়ম হওয়ায় বিক্ষুদ্ধ অনেক প্রার্থী ও তাদের সমর্থকরা ফলাফল ঘোষণার আগেই বিক্ষোভ করেছে। তারা এ নির্বাচন প্রত্যাহার সহ পূনঃনির্বাচনের দাবি জানিয়েছেন। এমন পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা না করেই ব্যালট পেপার নিয়ে নির্বাচন স্থল ত্যাগ করেছে। এদিকে এ ঘটনার পর বিক্ষুদ্ধ প্রার্থীরা কর্মী সমার্থক ও রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলামের নেতৃত্বে রাত ৮ টার দিকে নির্বাচন বাতিলের দাবিতে পূর্ব রূপসা ঘাটে এসে পূনরায় বিক্ষোভ সমাবেশ করে। এরপর রাতেই তারা নগরীর কাষ্টম ঘাটস্থ স্থানীয় এমপি আবদুস সালাম মূর্শেদী'র রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে ভোট বর্জন ও পূর্ণ নির্বাচনের দাবি জানান। এমপি তাদের কথা শুনে পূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছেন বলে ক্ষুদ্ধ প্রার্থীরা এ প্রতিবেদককে জানিয়েছেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত (১৭ ফেব্রুয়ারী) শনিবার তফসিল ঘোষণা অনুযায়ী সকাল ৪ টায় ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের নির্বাচন শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত। ১৭৬ জন ভোটারের সকলেই তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। নির্বাচন উপলক্ষে ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুলকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়। এ ছাড়া জেডিয়েল প্রতিনিধির উপস্থিতিতে পূর্ব রূপসা রেলস্টেশন মাঠে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে। নির্বাচন উপলক্ষে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য, সাংবাদিক, সুধীসমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ দিনভর ভোটের মাঠে উপস্থিত ছিলেন। সকলের তৎপরতায় একটি সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়। এদিকে ভোট গ্রহণ শেষে সঠিক সময়ে ভোট গনণা শুরু হলেই বাধে বিপত্তি। নির্বাচন কমিশনের বাইরেও অনেককেই ব্যালট পেপার গনণা ও বাছাই করতে দেখা যায়। অবাঞ্চিত এসব লোকের কারনেই বিভিন্ন প্রার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে বলে বিক্ষুদ্ধ প্রার্থীদের অভিযোগ। পূর্ব রূপসা নৌকা মাঝি সংঘের সভাপতি পদে প্রাথমিকভাবে ভোটে এগিয়ে থাকা আবদুল হালিম শেখ বলেন, নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন, নির্বাচন কমিশন, সাংবাদিক ও জেডিয়েল প্রতিনিধি সহ সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে নির্বাচনের ফলাফল সরকারি ভাবে ঘোষণা না হওয়ায় আমরা চরম উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছি। আমরা বিভিন্ন মাধ্যমে এ নির্বাচনের ফলাফল পরিবর্তনের আশঙ্কা করছি। অতিদ্রুত নির্বাচন ফলাফল ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ আমাদের অবিভাবক সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী'র জরুরি হস্তক্ষেপ কামনা করছি। প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মো. রেজা মাহমুদ বলেন, জানতে পারছি যে ভোটের ব্যালট বেশি-কম। যেমন ১৭৬ টি ভোটের যায়গায় বেশি বাড়তি ভোট কিভাবে হলো। সে কারণে নির্বাচন স্থগিত করা হয়। তবে আমাদের অবিভাবক এমপি আবদুস সালাম মূর্শেদী মহোদয় ও নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত নিবে সেইটাই চুড়ান্ত। রূপসা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম জানান, ভোট গ্রহন সুষ্টভাবে সম্পন্ন হলেও ভোট গনণাকালে কারচুপি করা হয়েছে। কারচুপি করা ফলাফল পরিবর্তন করা হয়েছে। তিনি আন্দোলন কারী নেতৃবৃন্দের সাথে একাত্বতা প্রকাশ করে পুনরায় ভোট গ্রহনের দাবি জানান। খুলনা শ্রম অধিদপ্তরের পরিদর্শক গণেশ চন্দ্র বসু বলেন, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি আমি উপস্থিত ছিলাম। ভোট গ্রহনের সময় পর্যন্ত কোন অনিয়ম লক্ষ্য করা যায়নি। তবে ভোট গনণার পর বিজয়ী ও পরাজিত প্রার্থী ও তাদের কর্মী সমার্থকদের মাঝে ভোটের ফলাফল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা না করেই ব্যালট নিয়ে চলে যায়। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভোটের ফলাফল ঘোষণা করা হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা নির্বাচন পরিচালনা কমিটির এখতিয়ার। তারা ফলাফল লিখিত আকারে দিলে আমরা তা গ্রহণ ও অনুমোদন করবো। এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল বলেন, নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। কোন রকমের কারচুপির আশ্রায়ের ও সুযোগ ছিলো না। কারণ পুলিশ প্রশাসন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও সাংবাদিকরা সার্বক্ষণিক ভোট গ্রহণ ও গনণা কালে উপস্থিত ছিলেন। তবে নির্বাচনে পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। যেকারণে ফলাফল স্থগিত রাখা হয়েছে। ভোট পুনঃ গণনায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এর রেজাল্ট পরিবর্তনের বিষয়ে তিনি বলেন আলোর স্বল্পতার কারণে ব্যালট গনণা কালে কিছু ভুল হয়েছে। পরবর্তীতে গনণায় ফলাফল ফাল্টেছে। সভাপতি পদে একটি ভোট হারিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন ভোটটি কোন ভোটার বাক্সে না ফেলে পকেটে করে নিয়ে গেছে বলে আমরা ধারণা করছি। ভোটের ফলাফল ঘোষণা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ও থানার ওসির সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত হলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এ নির্বাচনে মোট ১২টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পদক পদে মোঃ খোকন শেখ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।