তরুন প্রজন্মের কাছে ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার জন্য আত্বত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধ্যা ও চেতনা তুলে ধরতে মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করা হয়েছে। ‘একুশের আলপনায় মাগুরা’ এই শিরোনামে মাগুরায় প্রথম বারের মতো জেলা শহরের প্রায় দুই কিলোমিটার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক গুলোকে সর্ম্পূন স্বেচ্ছা শ্রমের মাধ্যমে আলপনার রঙে সজ্জিত করা হয়েছে। মাগুরার স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তনে আমরাই’ এর উদ্যোগে জেলার চিত্রশিল্পী, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, সাংবাদিকসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবক টানা ৫ দিন অক্লান্ত পরিশ্রমে এ বৃহৎ কর্মযোগ্য অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গীর মোড়, সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেটসহ অধিকাংশ মোড় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে এ আলপনা চিত্র আঁকা হয়েছে। প্রবীণ শিল্পী থেকে শুরু করে শিশু কিশোর আকিয়েরা গভীর রাত পর্যন্ত আলপনার রঙে রঙিন করছে কালো রাজপথ। এ প্রসঙ্গে পরিবর্তনে আমরাই এর সভাপতি নাহিদুর রহমান দূর্জয় বলেন, ‘তরুন প্রজন্মের মাঝে যেন ভাষার যে চেতনা, সেটা জাগ্রত হয়। এই ভাষা যে কত রক্তে কেনা হয়েছে তা আলপনার রং এ শহীদদের জয়গান নতুন প্রজন্মের কাছে ফুটিয়ে তুলতে চাই’। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিচুর রহমান খোকন বলেন, ‘বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সহযোগিতায় একুশে চেতনা ছড়িয়ে দিতে নতুন প্রজন্ম এই আলপনা চিত্র আঁকছে। মাগুরা শহরে এই প্রথমবারের মতো রাজপথে বৃহৎ আঙ্গিকে আলপনা করা হচ্ছে। মানুষের মনে এই আলপনা চিত্র ইতিবাচক প্রভাব ফেলবে’। শিশু চিত্রশিল্পী রাফছান জানান, ‘প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এখানে আলপনা আঁকতে পেরে খুব আনন্দ লাগছে’। থিয়েটার ইউনিট মাগুরা, সাইক্লিস্ট, বিডি ক্লিন, ভলেন্টিয়ার্স ফর বাংলাদেশ, মাগুরা আর্ট ইনস্টিটিউট, অঙ্কিতা আর্ট স্কুল, মাগুরা আদর্শ বিতর্ক সংঘ, সপ্তক সাহিত্য চক্রসহ ২৫ টি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কাজ করেছে। এ কর্মসূচির পেইন্ট পার্টনার হিসেবে রয়েছে এশিয়ান পেইন্টস। কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে আছে মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক ও মাগুরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনে আমরাই কর্মসূচীটির সমন্বয় করেছে।