ফুলকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। তাই অনেকেই শখের বশে বাড়ির আঙিনায় ও অফিসের সামনে ফুলের বাগান করে থাকেন। তবে, সরকারি অফিস-আদালতে ফুলের বাগান সচরাচর চোখে পড়ে না। পিরোজপুরের কাউখালী উপজেলা ইউএনও অফিসে প্রবেশ করলেই মনে হবে একটি ফুলের বাগানের ভিতরে প্রবেশ করেছে। তাকালেই চোখে পড়বে পুরো উপজেলা চত্বরটাই যেন একটি ফুলের বাগান। বসন্তের আগমনে বাগানজুড়ে ফুটে রয়েছে হরেক রকম ফুল। এই ফুলের সমারোহে উপজেলা পরিষদ এখন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। প্রতিদিন উপজেলা পরিষদে সেবা নিতে আসা জনসাধারণ এ দৃষ্টিনন্দন পুষ্প কানন দেখে মুগ্ধ হচ্ছেন। সেই সাথে ফুলের আকর্ষণে নানা প্রজাপতির মিলন ঘটছে। উপজেলা পরিষদে ডুকলেই চোখে পড়বে সাজানো গোছানো নানা রকম সুন্দর ফুলের বাগান। ফুটে রয়েছে হরেক রকম ফুল। উপজেলা পরিষদের সৌন্দর্য ছড়াচ্ছে এই ফুলবাগান। প্রতিদিন অসংখ্য মানুষ ফুল দেখতে এসে ফুলের ছবি সহ সেলফি তুলছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা পরিকল্পিতভাবে ফুলের বাগান তৈরি করেছে। বাগানে রয়েছে গাঁদা, গোলাপ, জবা, গন্ধরাজ,, জুই, গান্দা, ডালিয়া, সূর্যমুখী সহ অসংখ্য নাম না জানা বিভিন্ন প্রজাতির ফুল। বসন্তের আগমনে বাগান জুড়ে সমস্ত গাছে ফুল ফুটেছে। বাগানের মালি নাসির উদ্দিন জানান, ফুল মনের প্রশান্তি দেয়, পরিবেশ সুন্দর রাখে, ফুলের পরিচর্যা করে আমি তৃপ্তি পাই। প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার বলেন, কাউখালী উপজেলা পরিষদ চত্বরে এমন একটি ফুলের বাগান করায় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সুন্দর উদ্যোগে স্বাগত জানাই। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমি যোগদান করার পর থেকেই পরিকল্পনা করেছি যে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলে ও ফুলের বাগান করব। ফুলের প্রতি আমার ছোটবেলা থেকেই শখ রয়েছে। আমি অবসর সময় ফুলের বাগানের পরিচর্যা করি। এখানে আসলে মনটা ফুলের মত পবিত্র হয়ে যায়।