দিনাজপুরে কাহারোল উপজেলার একে একে বন্ধ হয়ে যাচ্ছে হাসকিং মিলসহ চাতাল। অনেকে মূলধন হারিয়ে গুটিয়ে নিয়েছেন ব্যবসা। অনেকে টিকতে না পেরে চাতাল ভাড়া দিয়েছেন অন্যের কাছে। এই চিত্র দিনাজপুরের কাহারোল উপজেলার অধিকাংশ চাতালে। নানা কারণে আগের তুলনায় দিন দিন বন্ধ হচ্ছে চাতাল। একসময় কাহারোল উপজেলায় ১৩৭ টি হাসকিং মিলের রম রমা ব্যবসা ছিল। গত বছরে অনেক হাসকিং মিল চাল দিতে ব্যার্থ হওয়ায় চলতি বছরে উপজেলায় মোট ৪২ টি হাসকিং মিল চাল সরবরাহের জন্য চুক্তি বদ্ধ হন। তার মধ্যে একটি অটো রাইস মিল রয়েছে। কাহারোল উপজেলা খদ্য অফিস সূত্রে জানাগেছে এবার কাহারোল উপজেলায় ধান ক্রয় ৫৬৫ মেঃটঃ ও চাল ৫৬৮ মেঃটঃ যা ৪২ টি মিল চুক্তি বদ্ধ হয়েছে। গত কাল কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন হাসকিং মিল বন্ধ রয়েছে। চাতাল শ্রমিক আরিফ জানান, ১৯৯২ সাল থেকে তিনি হাসকিং মিলে কাজ করতেন। ৫ জনের সংসার সুন্দর চলত। কিন্তু এখন যে মিল থেকে আয় হয় তা দিয়ে সংসার চলে না। তাই তিনি বাধ্য হয়ে অন্য পেশায় কাজ করছেন। নতুন করে কেউ এই কাজে আসতে চান না। চাতাল শ্রমিকেরা দল বেধে কাজ করেন। প্রকি দলে থাকেন চার জন। এসব তথ্য জানিয়েছেন ১৩ মাইল গড়েয়া হাটের চাতালে কর্মরত আবু তালেব। তিনি বলেন ২৫ টাকা চুক্তিতে কাজ করেন। প্রতি মন ধান শুকিয়ে চাল হলে তারা পান ২ হাজার ৫ শত টাকা। আর ১৮ কেজি চাল পান। মালিক দের ভাষ্য বিদ্যুতের ডিমান্ট চার্জ বেশি হওয়ায় তাদের বিপদ হয়েছে। এ ছাড়া শ্রমিক সংকট সহ নানা কারণে একেরপর এক চাল কল বন্ধ হচ্ছে। অপর মিল মালিক বলেন, অটো মিলের কারণে হাসকিং মিল চালানো টিকে থাকা যাচ্ছে না। উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ সাহিন রানা বলেন, আগের মতো হাসকিং মিল চালের গুনগত মান ঠিক রাখতে পারছেন না। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহান বীশ বলেন, চলতি অর্থ বছরে উপজেলায় ৫ হাজার ৫ শত ৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।