চিরিরবন্দরে ইসলামি মাহফিল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় রাকিব নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূঘটনাটি গত ১৮ ফেব্রুয়ারী রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ী বাজারের পাশে সোনালী ব্যাংকের সামনে ঘটেছে। নিহত রাকিব হোসেন (১৩) উপজেলার বড় হাশিমপুর নয়াপাড়া গ্রামের খয়রাত হোসেনের নাতী ও বড় হাসিমপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা ও মা ঢাকায় গার্মেন্টেস এ কর্মরত। প্রত্যক্ষদর্শি উপজেলার অনুর্ধ্য ১৭ ফুটবল খেলোয়াড় জিয়াউর রহমান জানান, রাকিব নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আমাদের সাথে পার্শ্ববর্তী মেড়াইডাঙ্গা মাঠে ইসলামি মাহফিলে গিয়েছিল। মাহফিল শেষ করে আমরা হেঁটে বাড়ি ফেরার পথে বিন্যাকুড়ি বাজারের কাছে সোনালী ব্যাংকের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে হেডলাইট বন্ধ করা দ্রুতগতির একটি মোটরসাইকেল আমাদের ধাক্কা দেয়। এ সময় রাকিব পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। আমরা তাকে গুরুতর আহত অবস্থায় চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চিরিরবন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাকির হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই ছাত্রের দাদা খয়রাত হোসেন বাদি হয়ে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিঘারণ গ্রামের খাদেমুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক মিজানুর রহমান (৩২) ও একই এলাকার মৃত মাহবুর রহমানের ছেলে মোটরসাইকেল আরোহী মতিউর রহমানকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মোটরসাইকেলটি থানায় আটক আছে। আটক মোটরসাইকেল চালক মিজানুর রহমানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।