দিনাজপুরে বিরামপুরে বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় বিরামপুর পৌরসভার মাহমুদপুর গ্রামে মৃতের পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান সহ মরহুমের অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে মারা যান। ৮৫ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে তিনি নিজ বাড়িতে শুক্রবার সকালে ইন্তেকাল করেন।