বাল্য বিয়ের উদ্বেগজনক প্রকোপ বেড়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলায়। এর প্রভাবে এবার এসএসসি ও সমমান পরীক্ষা দিতে পারছে না ৩৯ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর মধ্যে ২৫ জনই ছাত্রী ও ১৪ জন ছাত্র। উপজেলার কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, যেসব ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে না তাদের মধ্যে অন্তত ২৫ জনের বিয়ে হয়ে গেছে। যাদের বয়স ১৮ বছর হয়নি। প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, অনেক শিক্ষার্থ্ইী পারিবারিক কারণে পরীক্ষা দিতে পারছে না। এর মধ্যে বিয়ে একটি কারণ বলে তারা জানান। আবার অনেকে বাল্য বিয়ের কারণে গর্ভবতী হওয়ার কারণে পরীক্ষা দিতে পারছে না। বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদ্রাসার সুপার আবদুল আউয়াল জানান, তার মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ২৬ জন। এর মধ্যে ৯ জন ছাত্রী বাল্য বিয়ের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। একই মাদ্রাসার শিক্ষার্থী বিরামপুর পৌরসভার কাজিপাড়া এলাকার জনৈক বীথি জানান, গর্ভাবস্থার কারণে আমি পরীক্ষায় অংশ নিতে পারছি না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন বলেন, “এরা সবাই বাল্য বিয়ের কারণেন অনুপস্তিত কি না এ বিষয়ে জানা নেই, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। বাল্য বিয়ের খবর পেলে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে থাুকি।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) মোঃ শমসের আলী মন্ডল জানান, বাল্য বিয়ের কুফল ও এর প্রতিরোধ নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামুলক মত বিনিময় করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না সেসব প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হবে।” বিরামপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মোসাররাত জাহান বলেন বাল্য বিয়ের কবর পেলেই আমরা তা দ্রুত বন্ধ করার ব্যবস্থা নিয়ে থাকি। দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোরশেদ আলী খান বলেন, “করোনাকালীন অনেক পরিবারে দারিদ্রতা নেমে আসার কারণে বাল্য বিয়ের প্রকোপ বেড়েছে। তারই প্রভাবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থী অনুপস্থিতি বেড়েছে।